Sambad Samakal

Durga Puja: বিধির গেরোয় পাত পেড়ে সকলকে খাওয়াতে না পারায় আফসোস রানির

Oct 16, 2021 @ 8:35 pm
Durga Puja: বিধির গেরোয় পাত পেড়ে সকলকে খাওয়াতে না পারায় আফসোস রানির

করোনা আবহে অনেকের কাছেই এই বছরের দুর্গাপুজো কিছুটা আলাদা। মুম্বাইয়ে শশধর মুখার্জি-র নিজের বাড়ির পুজোয় দু বছর পরে এলেন রানি মুখার্জি। দিদি কাজলের মতোই গত বছর করোনা আবহে বাড়ির পুজোয় আসা হয় নি তার। কিন্তু এই বছর এলেও মন খারাপ রানি মুখার্জির। সাজগোজ একই রকমের থাকলেও কি যেন একটা মিস করছেন রানি, যা বলেই ফেললেন সাংবাদিকদের সামনে।

আসলে এই বছর করোনা সতর্কতায় দর্শনার্থীদের পাত পেড়ে খাওয়ানোর রীতিতে ছেদ দেওয়া হয়েছে। প্রতি বছর পুজোর সময়ে দর্শনার্থীদের নিজের হাতে ভোগ পরিবেশন করতেন রানি মুখার্জি। এই বছর নিজের হাতে মানুষকে খেতে দিতে না পেরে মন খারাপ হয়ে গিয়েছে তার। যদিও অনেক দিন পরে দিনই কাজল সহ গোটা পরিবারের সাথে মিলিত হতে পেরে, খুবই আনন্দ পেয়েছেন বলে জানিয়েছেন রানি। এই বছর করোনা আবহে মুখার্জি বাড়ির পুজোয় সেভাবে ভিড় চোখে পরে নি। পরিবারের এই প্রজন্মের সদস্যদের মধ্যে ছিলেন রানি, কাজল, তানিশা, তনুজা, সর্বাণী। আমন্ত্রিতদের মধ্যে এসেছিলেন কুমার শানু, গুরমিত চৌধুরী, অমিত কুমার সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *