Sambad Samakal

Thunderstorm: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! সতর্কতা জারি কোন কোন জেলায়?

Jun 29, 2024 @ 9:57 am
Thunderstorm: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! সতর্কতা জারি কোন কোন জেলায়?

দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করলেও, প্রবল বৃষ্টির দেখা নেই। যদিও শনিবার আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলার বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শহর কলকাতা ও পার্শ্ববর্তী হাওড়া, হুগলি ও দুই চব্বিশ পরগনায় বিকেলের পরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। যদিও এক্ষেত্রে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিক্ষিপ্ত এই বৃষ্টির জেরে সাময়িক ভাবে কিছুটা কমেছে তাপমাত্রার পারদ। ফলে খানিকটা হলেও স্বস্তি মিলেছে আম জনতার।

Related Articles