Sambad Samakal

Fake Passport: জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির চক্রের হদিশ! চাঞ্চল্য ব্যান্ডেলে

Oct 16, 2021 @ 10:18 pm
Fake Passport: জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির চক্রের হদিশ! চাঞ্চল্য ব্যান্ডেলে

হুগলির ব্যান্ডেলে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র তৈরির চক্রের হদিশ মিলল। অভিযান চালিয়ে ব্যান্ডেলের গ্রিন পার্কের একটি আবাসন থেকে ৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভোটার কার্ড, প্যান কার্ডের মতো পরিচয়পত্র।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ব্যান্ডেলের গ্রিন পার্কের একটি আবাসনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৬ জন বাংলাদেশিকে। ধৃতরা সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্যান, আধার ও ভোটার কার্ড। তদন্তকারীরা জানিয়েছেন, ফ্ল্যাটটি আকাশ দাস নামে এক ব্যক্তির। তিনি হালিশহরের বাসিন্দা। তিনিই ওই বাংলাদেশিদের ফ্ল্যাটে রেখেছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারতীয় পাসপোর্ট তৈরির পরিকল্পনা ছিল ধৃতদের। তার পর সেই পাসপোর্ট ব্যবহার করে ভিনদেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
এরপরই তাদের এই পরিকল্পনা ব্যর্থ করে পুলিশ। এই চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে, তার তদন্ত শুরু করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *